আগামী মে মাসে দিদির বিসর্জন - প্রকাশ‍্য সভায় ঘোষনা দিলীপ ঘোষের

3rd November 2020 8:01 pm বাঁকুড়া
আগামী মে মাসে দিদির বিসর্জন - প্রকাশ‍্য সভায় ঘোষনা দিলীপ ঘোষের


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  আগামী মে মাসে 'দিদির বিসর্জন' দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষর । মঙ্গলবার জয়পুরের ময়নাপুরে দলীয় এক সভায় এই দাবি করেন তিনি । এদিন দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে আগাগোড়া রাজ্যের শাসক দল ও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর নাম করে তুলোধনা করেন । ছাড় দেননি পুলিশকেও । দিলীপ ঘোষের দাবি, থানার একাংশের ওসিরা তৃণমূলের ব্লক সভাপতি ও এসপিরা তৃণমূলের জেলা সভাপতির মতো আচরণ করছেন । একই সঙ্গে 'দিদি এই বাংলাকে বাংলাদেশ করার চেষ্টার পাশাপাশি ওখান থেকে আল কায়দা জঙ্গী আমদানী করছেন । যারা প্রতিদিন ধরা পড়ছে।  তৃণমূলের নেতারা আজ পিকের আচরণে ক্ষুব্ধ। তৃণমূল নেত্রী ভোট কৌশলীর হাতে পশ্চিমবঙ্গকে লিজে দিয়ে দিয়েছেন পিকের হাতে । পিকে ঠিক করছেন কে কোথায় বক্তৃতা দেবেন । ফলে বিক্ষুব্ধ নেতারাই ওদের দলীয় অফিসে তালা দিচ্ছেন বলে বিজেপি সভাপতি দাবি করেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।